নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ্যে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম চন্দনা রানী (৫৫)। তিনি জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানা গেছে।
সোমবার (২৭ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নিহত চন্দনা রানী তার জামাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা-আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছালে ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চন্দনা রানী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন চালক এবং ট্রাক আটক রেখে পুলিশে খবর দেয়। পুলিশের এসআই নীহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।