নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৩১তম সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ডা. রাজুর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ঘটনায় ৫ নভেম্বর রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়। এদিকে ঘটনা ঘটার ১৪ দিন ১৩ নভেম্বর রাবির শিক্ষিকাসহ আরও দুইজনের নামে রাজশাহী কোর্টে বিভিন্ন ধারায় মামলা করেন রাজু আহমেদ।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, তদন্ত কমিটি ও যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের তদন্ত প্রতিবেদনে রাজু আহমেদকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে চিকিৎসক রাজু আহমেদ, ভুক্তভোগী কিশোরী ও তার মাসহ মোট ২২ ব্যক্তির বিভিন্ন সময় সাক্ষ্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় রাজু আহমেদকে চিকিৎসাকেন্দ্র থেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে রাজু আহমেদকে আত্মপক্ষ সমর্থনের জন্য কেন তাকে চাকরিচ্যুত করা হবে না-এ মর্মে চিঠির জবাব দিতে বলা হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি ৫২৯তম সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রতিবেদনের সার্বিক বিষয় পর্যালোচনা শেষে ৩ জুন তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।