শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আনিসুজ্জামান সিকদার।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমী উপ-পরিচালক ডা. আসেম আলী, দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আইয়ুব হোসাইন।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম।

কর্মশালায় আলোচনায় অংশ নেন রেশম বোর্ড জামে মসজিদের খতিব ও জামিয়া রহমানিয়া কওমী মাদ্রাসার সহকারী পরিচালক ড. মো. ইমতিয়াজ, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের (সাবেক) উপ-পরিচালক আব্দুর রউফ, দারুস সালাম কওমি মাদ্রাসার সহযোগি অধ্যাপক আব্দুল গণি। এছাড়াও বিভাগের আট জেলার সকল উপ-পরিচালক কর্মশালায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.