নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর সব পুকুর, জলাশয় ও জলাধার সংরক্ষণে ‘জলাধার বন্ধন’ নামে এক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার নগরীর সোনাদীঘি পাড়ে সবুজ সংহতি, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, ইয়্যাশ, ইয়ুথ ফোরাম ও বারসিক এ কর্মসূচি পালন করে। এতে জলাধার রক্ষায় ৯ দফা দাবি তুলে ধরা হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এটি সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জের (ইয়্যাশ) সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
এতে বক্তব্য দেন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টুংকু, সবুজ সংহতির সদস্যসচিব নাজমুল হোসেন, সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, ইয়্যাশের সভাপতি সামীউল আলীম, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি উপেন রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।