বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ‘সন্ত্রাসবিরোধী দলের’ সংগঠকের ১৩ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর তথ্য প্রচার করার অপরাধে কথিত বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দলের (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় এক সংগঠকের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম হারুন-অর-রশীদ (৬৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা।

এ মামলায় আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে জেলা সদরে টাঙিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। এ ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)। এ দলে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না এটা লেখা ছিল। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা হয়।

পুলিশ এসব ব্যানার একটি ফেসবুক পেইজেও পোস্ট দেওয়া দেখতে পায়। চাঁপাইনবাবগঞ্জে কথিত এই সংগঠনের সংগঠক হিসেবে হারুন-অর-রশিদসহ কয়েকজন কাজ করছেন বলে পুলিশ জানতে পারে। এ নিয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। আর হারুন গ্রেফতারের পর জামিন নিয়েই পলাতক আছেন। আদালত তিন আসামিকে খালাস দিয়েছেন। আর হারুনকে তিনটি ধারায় মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া তিন ধারায় তাকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানার প্রতি এক লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.