নিজস্ব প্রতিবেদকঃ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় শাহমখদুম ঈদগাহ মাঠে জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়। পরে নগরীর হেতেম খাঁ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজা নামাজে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে, প্রয়াত বিএনপি নেতা নাদিম মোস্তফার নির্বাচনী এলাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। আর প্রথম জানাজা শেষে রাজধানী ঢাকা থেকে নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনি এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নারী-পুরুষের ঢল নামে।
প্রয়াত নাদিম মোস্তফা রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।