প্রিয় রাজশাহী ডেস্কঃ শনিবার ছিল রণবীর সিংয়ের জন্মদিন। ৩৯ বছরে পা দিলেন তিনি। শিগগিরই বাবা হচ্ছেন রণবীর। তার বিশেষ এই দিনে মন ভালো করে দিলেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। জন্মদিনের সেরা উপহার বলে স্ত্রীকে জানিয়েছেন অভিনেতা, ছুড়ে দিয়েছেন ভালোবাসার চুম্বনও। এসব কিছু হয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। তারকা দম্পতির অনুরাগীরাও এ নিয়ে যথেষ্ট উৎসাহী।
গত শুক্রবার সন্ধ্যায় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ‘সংগীত’ অনুষ্ঠান হয়। সারা বিশ্বের বড় বড় তারকারা এসেছিলেন। কেউ এসেছিলেন অতিথি হিসেবে, কেউ আবার অনুষ্ঠান করতে। নিমন্ত্রিত ছিলেন রণবীর-দীপিকাও। সেই সন্ধ্যায় একটি ঝলমলে বেগুনি শাড়ি নিজের জন্য বেছে নিয়েছিলেন দীপিকা, সঙ্গে রুপালি জরির কাজ। স্বভাবসুলভ ভঙ্গিতে টেনে খোঁপা করে নিয়েছিলেন অভিনেত্রী, গলায় মুক্তার চোকার। নিমন্ত্রণে যাওয়ার আগেই দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীপিকা। শুধু তাই নয়, দীপিকা লিখেছিলেন, ‘আর কিছুই নয়, বাছা আমার পার্টি করতে চাইছে।’
হবু সন্তানের উল্লেখ করে এমন পোস্ট আর বেগুনি শাড়িতে নিজের বেবি বাম্প আগলে রাখার ছবি ভক্তদের দারুণ আনন্দ দিয়েছে তা বলতেই হয়। কমেন্টস বক্সে পড়েছে অনেক মন্তব্য। বেশির ভাগই আদরের ইমোজিতে ভরপুর। এই মন্তব্য বাক্সেই নিজের কথা জানিয়েছেন রণবীর। তিনি লিখেছেন, ‘আরে… আমার জন্মদিনের সুন্দর উপহার! তোমাকে ভালোবাসি।’
ভক্তরাও এই পোস্টে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্মদিনের পাশাপাশি আগামীতে তার বাবা হওয়াকেও স্বাগত জানিয়েছেন তারা। অনেকেই লিখেছেন, রণবীর একজন দারুণ স্বামী, এবার অসাধারণ বাবা হয়ে উঠবেন।
এই মুহূর্তে দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’র সাফল্য উদযাপন করছেন। এর পর তাকে দেখা যাবে রোহিত শেট্টির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমাতে। অন্য দিকে রণবীরকে আগামী কয়েক মাসেই দেখা যাবে ‘ডন’ অবতারে। ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমাতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।