নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তৌরিদ আল মাসুদ রনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ।
আজ মঙ্গলবার বিকেল ৪টার সময় নগরীর চেম্বার ভবনে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে চেম্বারের পরিচালক তৌরিদ আল মাসুদ রনিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় এফবিসিসিআই এর পরিচালক ও সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন বাবুসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ব্যবসায়ী নেতারা রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে কুশল বিনিময় করা হয়।