পিএসজি ছেড়ে আগামী মাসেই ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রতি মৌসুমে ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন তিনি।
ইউরোপিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ১৯ জুলাই এমএলএস অল-স্টার্স বনাম আর্সেনালের ম্যাচে দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে।
ইতোমধ্যে সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল-স্টার্স। সেই দলে নেই মেসির নাম। চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে আর্সেনালের বিপক্ষে অল স্টার্সের জার্সিতে মেসিকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল এমএলএল কর্তৃপক্ষ।
তবে ২১ জুলাই মায়ামির জার্সিতে মাঠে নামার কথা রয়েছে মেসির।
উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিচ্ছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা।