প্রিয় রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাঙ্গালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাঙ্গলপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১২) শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্বে আমজাদের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে আর না উঠায় তার সঙ্গীরা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে। এরপর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।