মঙ্গলবার | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী’র আইনগত বিচারের দাবীতে রাজশাহীতে শিক্ষার্থীদের গনবিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি কতৃর্ক জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আক্ষায়িত করা ও বর্তমান তত্বাবধায়ক সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর ব্যাস্ততম এলাকা জিরোপয়েন্টে “জাস্টিস ফর জুলাই” এর ব্যানারে এ কর্মসূচী পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷

গনবিক্ষোভ কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, বর্তমান তত্বাবধায়ক সরকারের সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই তবুও এই সরকার আমাদের বিপ্লবী সরকার৷ ২৪এর গণআন্দোলনে নিহত আমাদের অন্যতম মহানায়ক আবু-সাঈদকে নিয়ে ও বিপ্লবী সরকারকে নিয়ে একজন সরকারী চাকুরীজীবি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করতে পারে?

শিক্ষার্থীরা আরো বলেন, এই সরকারি কর্মকর্তার কোনো প্রহসন মূলক ওএসডি আমরা চায় না৷ আমরা তার স্থায়ী চাকুরিচ্যুতিসহ আইনগত ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.