এখন থেকে চ্যাটজিপিটি অ্যাপে প্লাস সাবস্ক্রাইবাররা ‘ব্রাউজিং’ নামের নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি ইন্টারনেট ব্যবহার করে উত্তর দিতে পারবে। তবে চ্যাটবটটি শুধু মাইক্রোসফটের নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এর মাধ্যমে উত্তর খুঁজবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধাটি চালু করতে হলে অ্যাপের সেটিংসের ‘নিউ ফিচারস’ বিভাগে গিয়ে জিপিটি-৪ নির্বাচন করতে হবে। এরপর, ড্রপ-ডাউন তালিকা থেকে ‘ব্রাউজ উইদ বিং’ নির্বাচন করে ব্রাউজিংয়ের সুবিধাটি চালু করা যাবে। নতুন এই সুবিধা আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমের চ্যাটজিপিটি অ্যাপে পাওয়া যাবে।
চ্যাটজিপিটি মূলত একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তবে ব্রাউজিংয়ের সুবিধাটি চালু না করে চ্যাটজিপিটিকে ২০২১ সালের পরে ঘটে যাওয়া কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হলে এটি আর উত্তর দিতে পারবে না। ব্রাউজিংয়ের সুবিধাটির মাধ্যমে চ্যাটজিপিটি মূলত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। ফলে চ্যাটবটটি সর্বশেষ তথ্য নিজেই খুঁজে পেতে পারবে।
ব্রাউজিংয়ের সুবিধা যুক্ত হওয়ায় চ্যাটজিপিটির ক্ষমতা আরও বাড়লেও শুধু বিং-এর মাধ্যমে সার্চের সুবিধাকে সীমাবদ্ধতা বলা যায়। কারণ বিং– এর চেয়ে ভালো সার্চ ইঞ্জিন রয়েছে।
চ্যাটজিপিটির বিং-এর মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণ— মাইক্রোসফটের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারিত্ব। মাইক্রোসফট ওপেনএআইতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে, এবং প্রতিষ্ঠানটি বিংকে কাজে লাগাতে চায়। তবে ব্যবহারকারীদের জন্য এটি খুব একটা ভালো সিদ্ধান্ত নয়।