ঈদের সময়গুলোতে দর্শক ধরে রাখতে বাহারি আয়োজন করে টিভি চ্যানেলগুলো। রোজার ঈদের মতো কুরবানি ঈদেও সিনেমা, নাটক, গান, ম্যাগাজিন, সেলেব্রিটি শো’সহ রকমারি অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে চ্যানেলগুলো। এ আয়োজনের কয়েকটি স্থিরচিত্র ও অনুষ্ঠানসূচি নিয়ে যুগান্তরের বিশেষ ‘ঈদ আনন্দ আয়োজন’।
‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ এই শ্লোগান নিয়ে বিটিভির নিজস্ব প্রযোজনায় তৈরি করেছে ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এতে একটি সেগমেন্টে দুটি গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রতারকা ফেরদৌস ও অপু বিশ্বাস। এটি বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে।
ঢাকার পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রেও ঈদের বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন। এ আয়োজনে রয়েছে তারকাশিল্পীদের উপস্থিতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও নাট্যশিল্পী শামীমা তুষ্টি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী আনিকা কবির শখ, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ইমরান, কোনাল প্রমুখ। এটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায় চট্টগ্রাম কেন্দ্রে।