দীর্ঘ বিরতির পর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফেরেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।
এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন অপু-বাপ্পী জুটি। সেসময় এই দুই তারকার বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেগুলো দেখে ভক্তরাও মনে করেন, তাদের সম্পর্ক পর্দার বাহিরে প্রেমের মতোই কিছু।
সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন একটা সময় হাওয়ায় মিলিয়ে গেছে। তবে নতুন করে অপু বিশ্বাস জানালেন, বাপ্পীর সঙ্গে সেই প্রেমের গুঞ্জন নাকি পরিকল্পনা করেই ছড়ানো হয়েছিল।
দেশের বেসরকারি একটি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে গিয়ে উপস্থাপক সৈকত সালাউদ্দিনের প্রশ্নের জবাবে অবাক করা সেই তথ্য জানালেন নায়িকা নিজেই।
কিন্তু কেন এই পরিকল্পনা করেছিলেন অপু? সেটারও জবাব দিয়েছেন তিনি। নায়িকা জানালেন, ‘আমি চলচ্চিত্রে ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রের মাধ্যমে। আমি নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনা করি এবং এটা কাজে দেয়। যার ফলে আমি চলচ্চিত্রে ফিরেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।’
জানা গেছে, তারায় তারায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের ষষ্ঠদিনে। যেখানে অপু বিশ্বাস আরও বিভিন্ন মজার মজার তথ্য, অভিজ্ঞতা শেয়ার করেছেন।