মাদারগঞ্জে অবৈধ ড্রেজারের (খননযন্ত্র) পাইপে জড়িয়ে নিহত হয়েছে সংগ্রাম (১২) নামের এক স্কুলছাত্র। শ্রবণপ্রতিবন্ধী এই শিক্ষার্থী জুনাইল বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে জুনাইল বাজার এলাকার বদিউজ্জামানের বাড়ির পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সংগ্রাম ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে দাদাবাড়িতে এসেছিল। মঙ্গলবার দুপুরে সম্পর্কে দাদা বদিউজ্জামান ক্যাশিয়ারের বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামলে চলমান ড্রেজারের পাইপে জড়িয়ে মারা যায় সে।
স্বজনদের অভিযোগ, অবৈধ ড্রেজার মালিকের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। বদিউজ্জামান নিজের পুকুর থেকে ভাড়ায় চালিত ড্রেজার দিয়ে বালু তুলে একটি ডোবা ভরাট করছিলেন। এই অবৈধ ড্রেজার একটি তাজা প্রাণ কেড়ে নিলেও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর পালিয়ে গেছেন ড্রেজার মালিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলী আহাম্মেদ শিমুল বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা সজল কুমার সরকার জানান, ঘটনাটি শুনেছেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।