নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ চুর্ণ-বিচুর্ণ হয়ে গেছে। এসময় ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউর রহমানের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম এবং সৈয়দ আলী ও নূর। তাদের সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির একটি ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় লাইনে পিকআপটিও উঠে পড়ে। ফলে পিকআপটিকে ধাক্কা দিয়ে ট্রেনে চলে যায়। এতে পিকআপ চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ছিটকে পড়েন পিকআপে থাকা চালক, হেলপার ও অপর তিনজন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, শহরের ব্যাস্ততম এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে লোকজন বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করেন। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। রবিবার ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে ফলে এ দুর্ঘটনা ঘটে।