মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয় দেখিয়ে চেকের মাধ্যমে টাকা নেয়ার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ নেতার সহযোগিতায় সুদ ব্যবসায়ী পিতা সুবাস চন্দ্র এর স্ত্রী সুষ্মিতা ওরফে সুষমা প্রামানিক ও সোনালী প্রামাণিক এবং এদের সহায়তাকারী উত্তম মিলে সাধারণ জনগণকে হয়রানী করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন শিমুল তলায় মানববন্ধনে থেকে সুদকারবারীদের আইনের আনার জন্য বলা হয়।
অত্র এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্ত ভোগী মাহামুদা নাসরীন, সুমি, সাদ্দাম, জুলেখা পারভিন, নিতু, মমেনা,পারুল,মিতা,হাসি ও মাজেদাসহ আরো অনেক ভুক্তভোগী।
এ সময়ে তারা বলেন, সুষমা ও সোনালীর নিকট সাধারণ জনগণ বিপদে পড়ে ১০-২০ হাজার টাকা নিলে তারা চড়াসুদ ধরেন এবং ধার দিয়ে মামলা করে ভূক্তভোগীদের নিকট থেকে ২১-৫ লাখ টাকা করে হাতিয়ে নেয়। এই ধরনের কার্যক্রম তাদের এখনো থামেনি। এই সুদকারবারীরা আওয়ামীলীগের ক্ষমতাধারী নেতাদের ছত্রছায়ায় থেকে এই ধরনের কাজ করেছেন। ঐ সকল আওয়ামীগ নেতাদের নামে মামলা হলেও তারা এখনো প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছেন। সবার নামে মামলা থাকলেও কোন কারনে পুলিশ তাদের আটক করছেন না, তা তাদের জানা নাই বলে উল্লেখ করেন।
মানববন্ধনের আরো উল্লেখ করেন, তাদের নামে একাধিক দলিও মামলা হয়েছে। এই মামলাগুলো পিবিআই ও থানা পুলিশ তদন্ত করছেন। এই মামলা করা নিয়ে মামলার বাদিকে প্রতিনিয়ত আসামী পক্ষের থেকে হুমকী দিচ্ছেন। সেইসাথে বহিষ্কার করার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুষমার নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধনকারীরা তাদের নামে মিথ্যা প্রপাকান্ডা ছড়াচ্ছেন। মাহামুদা নাসরীন হচ্ছেন এর মুলহোতা। তবে তিনি তাদের কাউকে চিনেননা বলে জানান।
সুষমা আরো বলেন, বেশ কিছুদিন পূর্বে ঐ ব্যক্তিরা তার দিদির নিকট হতে চার লক্ষ ধার নিয়ে তা ফেরত দিতে গড়িমশি শুরু করলে তারা কোর্টে মামলা করেন। ঐ মামলায় তাদের পক্ষে রায় হয় এবং কোর্ট তাদেরকে টাকা দিতে বলেন। সে মোতাবেক প্রথম কিস্তির টাকা তারা দিয়েছেন। বাকী টাকা না দেয়ার জন্যই তারা এই ধরনের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান সুষমা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.