শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক বিভাজকে ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাব্বী (৩৬)। তার বাড়ি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুর উপজেলায় যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.