নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে রিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি মারা যান। শনিবার বিকেলে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিমা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকেলে তিনি মারা যান।
এ বছর রামেক হাসপাতালে মোট চারজন ডেঙ্গু রোগী মারা গেলেন। শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।