বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি এলডিপির

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে এলডিপির জেলা ও মহানগর কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর ইসকন অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে।

তারা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ইসকনকে দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীন হওয়ার পরেও গত ১৬ বছর পরাধীন ছিলাম। ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। সমাবেশ থেকে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এলডিপির রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আযম জুয়েল। বক্তব্য রাখেন- সহসভাপতি গোলাম আযম টুটুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান ডাবলু, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সুইট প্রমুখ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.