নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন ৫৪ তম বিজয়ের মাস শুরুর দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা ও মহানগর কমিটি জাতীয় পতাকা মিছিল করেছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে সোনাদিঘীর মোড় থেকে মিছিলটি পুনরায় আলুপট্টি মোড়ে ফিরে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, সহ-সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, যুব ইউনিয়নের নগর কমিটির সভাপতি অসীম সরকার লিটন, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের আহবায়ক জান্নাতুল নাঈম, যুগ্ম আহবায়ক রাকিব হোসেন সহ সিপিবির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
পতাকা মিছিল শেষে আলুপট্টি মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ৫ আগষ্ট যে গণঅভ্যুত্থান হয়, সেটি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেছিল এদেশের সাধারণ মানুষ। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু অপশক্তি বাংলাদেশের জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা নিয়ে বিতর্ক তোলে। জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রকে রুখে দেয়ার জন্য সারাদেশের মত রাজশাহীতেও আজকে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হলো।