সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টায় মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে আবুল কাশেম (৭৫) এবং গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে সুমন মিয়ার (৪০) পরিচয় জানা গেলেও আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লি বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম।

ওই সময়ে নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিআকআপ আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জাগো নিউজকে বলেন, খড়বোঝাই একটি ট্রাক নিয়ে ভোরে নওগাঁ হয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিলেন ট্রাকচালক সুমন মিয়া। পথে রাণীপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক সুমন ও তার হেলপার মারা যান। দুর্ঘটনার খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.