নিজস্ব প্রতিবেদক: নকল কসমেটিকস সামগ্রী উৎপাদন ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে ছয় হাজার পিস নকল কসমেটিকস পণ্য।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজশাহীর চারঘাট উপজেলায় এ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাও।
এছাড়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি দুটি প্রতিষ্ঠানকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে নকল স্যানিটারি ন্যাপকিন, স্কিন ক্রিম ও স্কিন লোশন উৎপাদন করছিল চারঘাট সদরের জিয়া প্রসাধনী নামের একটি ফ্যাক্টরি। মানহীন এসব পণ্যে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হতো।
লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গোপনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড নকল করে উৎপাদিত কসমেটিকস ছড়িয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন এলাকায়। এই প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রায় চার হাজার পিস নকল পণ্য ও পাঁচ হাজার পিস লেবেল ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে গুণগত মানসনদ গ্রহণ না করে নকল স্কিন ক্রিম, স্কিন লোশন ও হেয়ার অয়েল উৎপাদন করছিল রিয়া-রোশনী এন্টারপ্রাইজ। তারাও অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল। এই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রায় দুই হাজার পিস নকল পণ্য।