নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পুলিশ দেখে দুই বস্তা ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। এই দুই বস্তায় ২০৫টি ফেনসিডিল পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার চক মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বস্তা রেখে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন, মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে জরিপ (৩১) ও চকমোক্তারপুর গ্রামের ইয়াদুল্লাহর ছেলে আসাদুল হক (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চকমোক্তারপুর গ্রামে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি তাদের মাথার ওপরে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে আমবাগানের ভিতর দিয়ে ফেলে পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাদেও বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়।