নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে দুটি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম ফারুক হোসেন (৩২)। সে চারঘাট বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।
বুধবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফারুক তার বাড়ি মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করে আসছিল। অভিযান চালিয়ে দুটি কাঁচা তাজা বড় গাঁজার গাছ মুলকাণ্ড, ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ফারুক হোসেনকে গ্রেফতার করে।
ফারুক হোসেনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।