রাজশাহীর শহিদ বুদ্ধিজীবী তসলিম উদ্দিন স্মরণে কবিতা লিখেছেন হৃদয় রনি। কবিতাটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
(শহীদ বুদ্ধিজীবী তসলিম উদ্দিন স্মরণে)
রক্ত ভেজা কোট, পকেট কোরআন শরীফ,
তসবী আর চশমা,
ফিরলো না খোকা
ফিরলো বেনোয়েট খোঁচানো ছেঁড়া জামা।
কি হবে নিয়ে এইসব
ফিরলো না তো বুকের ধন,
যুদ্ধ শেষ, স্বাধীন দেশ,
আমার টিনের চালে শকুন ।
সেই যে গেল এলো না ফিরে
মিটিং আছে বলে,
শূন্য কোল ছিনিয়ে নিলো
হিংস্র হায়েনার দলে।
জোহা হলের অন্ধকার ঘর
এক দড়িতে বাঁধা ১২/১৩ জন,
দেয়ালে ছোপ ছোপ রক্ত
কত কষ্ট আমার বুকের ধন।
চোখের জলে ভিজিয়ে আঁচল
গুনি আজও প্রহর,
আমি যে বীরের মা
আমার সন্তানেরা এনেছে
স্বাধীন সূর্য,স্বাধীন ভোর।
লেখকঃ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ত্ব ও সাধারণ সম্পাদক, মঞ্চকথা থিয়েটার।