নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নগরীর দরগাপাড়ায় অবস্থিত রয়েলস ক্লাবের উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজশাহী রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবিরের নেতৃত্বে প্রায় তিন শতাধিক শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির ফরহাদ মাসুদ হাসান, খন্দকার মিজানুর রহমান, সালাউদ্দীন মিন্টু, আনোয়ারুল ইসলাম রুবেল, খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, খন্দকার রাসেদ পারভেজ, আবুল কায়েশ, আলী পিংকু এবং মমিন রনি প্রমূখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির জানান, আজকে প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে আমাদের সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজে আমরা সাধারণ মানুষের সেবায় কাজ করে থাকি।
শীতকাল চলাকালীন সময়ে নগরীর গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এমন কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান খন্দকার হাসান কবির।
এদিকে, শীতকাল উপলক্ষে একই এলাকায় ক্যারাম বোর্ড খেলারও উদ্বোধন করেন রাজশাহী রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির।