ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রোফাইলে নানা কারণে অনেক সময় পরিবর্তন আনতে হয়। প্রোফাইল ছবি পরিবর্তনের মতো ডিসপ্লে নেম ও ইউজার নেম পরিবর্তনের প্রয়োজন হয়। ইউজার নেম সাধারণত ইনস্টাগ্রাম পোস্টের নিচে দেখানো হয়। ফলে এটি অনেক গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে ডিসপ্লে ও ইউজার নেম পরিবর্তন করা যায়।
ডিসপ্লে নেম পরিবর্তন
ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইল নির্বাচন করুন। পরবর্তী পেজে দেখানো অপশন থেকে নেমের নিচে থাকা বাটনে ট্যাপ করে কাঙ্ক্ষিত নাম লিখে ওপরে ডান দিকে থাকা নীল রঙের টিকচিহ্নে ট্যাপ করতে হবে। এভাবে ইনস্টাগ্রামের ডিসপ্লে নেম পরিবর্তন করা যাবে।
ইউজার নেম পরিবর্তন
ইনস্টাগ্রামের ইউজার নেম পরিবর্তনের জন্য একইভাবে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল নির্বাচন করতে হবে। এরপর পরবর্তী পেজে দেখানো অপশন থেকে ইউজার নেমের নিচে থাকা বাটনে কাঙ্ক্ষিত ইউজার নেম লিখতে হবে। যেসব ইউজার নেম এখনো ব্যবহৃত হয়নি, সেগুলো ব্যবহার করা যাবে। এরপর ওপরে ডান দিকে থাকা নীল রঙের টিকচিহ্নে ট্যাপ করলে ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে।