পুঠিয়া প্রতিনিধি: শীতকালে বাজারে পাওয়া যায় নানারকম সবজি। শীতকালীন সবজির মধ্যে অন্যতম পেঁয়াজের ফুলকা। ফুলকার ভাজিও এসময় প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে। কিন্তু এর মধ্যে দাম কমেছে পেঁয়াজের এই ফুলকার। এখন হাটে বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে। যা কৃষকরা লোকসানের মধ্যে পরেছে।
শনিবার (১১ জানুয়ারি ) বানেশ্বর হাট ঘুরে দেখা যায়, চাষিরা জমি থেকে দিয়ে নতুন পেঁয়াজের ফুলকা তুলে বানেশ্বরসহ এলাকার বিভিন্ন হাট বাজারে বিক্রি করছে। হাটের দিন কয়েক শত টন ফুলকা বাজারে উঠেছে। পাইকারি বাজারে আমদানি বেশি হওয়ার ৭ থেকে ৮ টাকা দামের ফুলকি হাটের দিন বিক্রি হয়েছে দেড় টাকা থেকে ২ টাকা কেজি দরে।
এই ফুলকা বিকেলে ট্রাকে করে চলে যাচ্ছে দেশে বিভিন্ন স্থানে। এবং প্রায় সব সবজির দোকানে এই ফুলকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫ টাকা, তিন দিন আগেও বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকা কেজিতে।
বিক্রেতারা বলছে, মৌসুমের সবজি হিসেবে বেশ চাহিদা আছে ফুলকার। কিন্তু হটাৎ করে আমদানি বেশি হওয়ায় দাম কম। দাম কমে যাওয়ার কারণে লোকসানও গুনতে হচ্ছে চাষিদের।
পেঁয়াজচাষি আলম বলেন, হাটে পেঁয়াজের ফুলকির যে দাম এতে জমি থেকে ফুলকা তুলে নিয়ে আসারও শ্রমিকদের খরচও হবে না। কিন্তু বিক্রি না হলেও জমি থেকে ফুলকা তুলতে হবে। তা না হলে আবার পেঁয়াজ হবে না। তাই বাধ্য হয়েই জমি থেকে এই ফুলকা তুলতে হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা হাবলু বলেন, গত সপ্তাহে বাজারে ফুলকা এসেছে। প্রথম অবস্থায় দাম বেশি ছিল। তবে এখন দাম কমেছে।
বানেশ্বর হাটে সবজি কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, অনেক দিন থেকেই ফুলকা বাজারে বিক্রি হচ্ছে। তখন থেকে দাম ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি ছিলো। কিন্তু অনেক দাম কম তাই নিয়েছি।