পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে (৫৫) কে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। রোববার (১২ জানুয়ারি) রাতে পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশের সদস্যরা রোববার রাতে আবু বক্করকে নাশকতা মামলায় গ্রেফতার করে।
অভিযোগ রয়েছে, আবু বক্কর সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ দখল করে নিয়োগের মাধ্যমে অর্থ বাণিজ্য করে বিপুল অর্থ আয় করেন। এছাড়াও শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিনিময়ে নিজের নামে বাগিয়ে নিয়েছেন জমি।
স্থানীয়রা জানান, দলীয় প্রভাব খাটিয়ে ঝলমলিয়া বাজারে নৈশ প্রহরী নামে মিথ্যাচারের অপবাদ দিলে সেসময় আত্মহত্যা করে নৈশ প্রহরী।
আত্মহত্যা করা নৈশ প্রহরীর স্বজনরা জানান, তৎকালীন আবু বক্কর আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা থানায় একটি অভিযোগও দিতে পারেনি।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক নাশকতা মামলার আসামি, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এখন আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।