মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৩৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭ হাজার ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৮ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৭ জন। ঢাকায় ৫ হাজার ৫৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.