রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবককে নির্যাতনের পর হত্যা বিএসএফের

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বারিকুল নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এহত্যাকাণ্ড ঘটে। বারিকুলের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।

বারিকুল জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলঠাম এলকার সেতাউর রহমানের ছেলে। বারিকুলের ভাই সুমন তার ভাই নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

দূর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বারিকুলসহ ৫-৬ জনের একটি দল রঘুনাথপুর ও হাসানপুর সীমান্তের মধ্যবর্তী এলাকা দিয়ে তারা সীমান্তে যায়। একপর্যায়ে বিএসএফ তাদেরকে ধাওয়া করলে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও, বারিকুল ধরা পড়ে। তাকে বেয়োনেট দিয়ে বিএসএফ আঘাত করলে তিনি নিহত হন।

তিনি বলেন, ‘পরে বিএসএফ ভারতের অভ্যন্তরে পদ্মার চরে লাশ ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। সেই ছবি দেখে আমরা নিশ্চিত হই যে নিহত ব্যক্তি বারিকুল। এখনো তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।’

দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলী বলেন, ‘বিএসএফের বেয়োনেটের আঘাতে বারিকুল মারা গেছেন- এমন খবর শুনার পর আমরা বিজিবির হাসানপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করি। তারা এ বিষয়টি জানেনা বলে রঘুনাথপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন।’

এদিকে, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তারা খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান।

 

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.