মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েত বাধা কাটিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের

১৪ বছর পর সাফ ফুটবলের সেমিতে উঠে স্বস্তিতে ভাসছে বাংলাদেশ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী। ভারতের ব্যাঙ্গালুরুতে আগামীকাল বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে চতুর্দশ আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে আছে তারা। সেমিফাইনালে কুয়েত শক্ত প্রতিপক্ষ হলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চায় বাংলাদেশ। দলগত চেষ্টায় তাদের হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি। কুয়েতের বিপেক্ষের ম্যাচটি বাংলাদেশ এবং দেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করার।’

মালদ্বীপ-ভুটান দুই ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাহাড়সমান। ফলে কুয়েতের বিপক্ষে আশা দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে সেটির দিকেই দেয়া হচ্ছে বেশি মনোযোগ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.