মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছবিতে থাকা খাবারের ক্যালরির পরিমাণ জানাবে এই অ্যাপ

বার্গার, মিষ্টি বা যেকোনো খাবারের ছবি তুললেই ছবি স্ক্যান করে খাবারে থাকা ক্যালরির পরিমাণ জানাবে ‘স্ন্যাপ ক্যালরি’ অ্যাপ। গুগলের সাবেক প্রকৌশলী ওয়েড নরিস এবং রেথিয়নের সাবেক প্রকৌশলী স্কট ব্যারনের তৈরি অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ছবিতে থাকা খাবারের সম্ভাব্য ক্যালরির পরিমাপ জানাতে পারে। ফলে খাওয়ার আগেই খাবারে থাকা ক্যালরির পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

অ্যাপটির নির্মাতাদের তথ্যমতে, খাবারে থাকা ক্যালরির পরিমাপ জানানোর জন্য প্রায় পাঁচ হাজার খাবারের ছবি ও ভিডিওযুক্ত একটি তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। ছবি ও ভিডিওতে থাকা খাবারের সম্ভাব্য ক্যালরির পরিমাপও রয়েছে এই তথ্যভান্ডারে। ফলে যেকোনো খাবারের ছবি তোলার পর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তথ্যভান্ডারের থাকা ছবি বা ভিডিওগুলোর পর্যালোচনা করে দ্রুত খাবারের ক্যালরির পরিমাপ জানাতে পারে ‘স্ন্যাপ ক্যালরি’।

স্ন্যাপ ক্যালরির সহপ্রতিষ্ঠাতা ওয়েড নরিস গুগল লেন্স প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলছেন, তাঁরা প্রযুক্তির সহায়তায় সরাসরি মানুষের উন্নয়নে কাজ করতে চান। স্ন্যাপ ক্যালরি অ্যাপে তাদের প্রধান লক্ষ্যই হলো নির্ভুল তথ্য দেওয়া। আর তাই এরই মধ্যে অ্যাপটির গড় ক্যালরি নির্ণয়ের ত্রুটি ২০ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনা মূল্য নামিয়ে ব্যবহার করা যায় স্ন্যাপ ক্যালরি। তবে অ্যাপটির মাধ্যমে যেকোনো ব্যক্তি চাইলে পেশাদার পুষ্টিবিদের মতো পরামর্শ পেতে পারেন। তবে এ সুবিধা ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২৯ ডলার। অ্যাপটির মান উন্নয়নে এরই মধ্যে ইনডেক্স ভেঞ্চারস, ওয়াই কমবিনেটর এবং ক্রস ফিট যৌথভাবে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.